welcome Pictures, Images and Photos

সোমবার, ফেব্রুয়ারী ১৪, ২০১১

আজ প্রথম আলো প্রত্রিকায় আমার লেখা

(০৯-১০-২০০৯) তারিখ । আজ প্রথম আলো প্রত্রিকায় আমার লেখা ছাপা হলো চিঠি পত্র কলামে । এটা আমার সপ্তম বারের মত লেখা ছাপা হলো । তা বন্ধু দের সাথে শেয়ার করালাম ।

লিংক দিলাম-
(এসিডের সহজলভ্যতা লিখেছেন জানেআলম প্রথমআলো পত্রিকায় -http://prothom-alo.com/detail/date/2009-10-09/news/10911)

...........................................................................................

এসিডের সহজলভ্যতা


বাজারে এসিড কেনাবেচার কোনো নিয়ন্ত্রণ না থাকায় তা সহজলভ্য হয়ে উঠেছে। তাই সহজেই সন্ত্রাসীদের হাতে এসিড পৌঁছে যাচ্ছে। পত্রিকার পাতা খুললেই দেখা যায় সন্ত্রাসীদের এসিডে অনেকের দেহ ক্ষতবিক্ষত হয়ে গেছে। ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত এক হাজার ৪০৫ জন নারী এবং ৭১৪ জন শিশু এসিড-সন্ত্রাসের শিকার হয়েছে। এসিড ক্ষতিকারক বলে সরকার এসিডের আমদানি নিয়ন্ত্রণ করে আইন করেছেন কিন্তু তা বাস্তবায়ন হচ্ছে না। এসিড-সন্ত্রাসকে রুখতে হলে সরকারের পদক্ষেপ নেওয়া দরকার।
জানে আলম
সরকারি তিতুমীর কলেজ, ঢাকা।